300) Frontline :- সম্মুখ সমর। - Written by Junayed Ashrafur Rahman ✒

300 https://parg.co/bCbQ ) Frontline :- সম্মুখ সমর। - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW ✒

 "When people with all the qualifications, experience and ability do a certain work , that's the frontline (সকল যোগ্যতা , অভিজ্ঞতা ও সামর্থ্য দিয়ে মানুষে যখন একটা নির্দিষ্ট কাজ করে , সেটাই সম্মুখ সমর।)."


 🌟 Lexical meaning ✒ 


 The front row of everyone on the battlefield is called the frontline.


 And those who fight directly in the frontline on the battlefield are called frontline fighters.


 🌟 Terminological meaning ✒ 


 When people do a combination of all things, that's also the frontline.


 Again, when there is no other way to do a particular job, it is frontline.


🌟 Frontline in politics ✒ 


 When a person devotes everything to politics, it is a frontline in politics. And such people are frontline politicians.


 * Abraham Lincoln fought the Civil War to maintain the integrity of the United States. That was his frontline.


 After all, Abraham Lincoln had no choice but to go to war. And he used all his abilities, experience and ability for that civil war.


 * Similarly, there are many people in the world, for whom politics is the frontline.


 Mahatma Gandhi, Barrister Jinnah, Barack Obama, Bill Clinton, Hillary Clinton, Sir Winston Churchill, Vladimir Lenin, Joseph Stalin, Adolf Hitler, Mao Zedong, Sardar Vallabhbhai Patel, Jawaharlal Pandit Nehru, Joe Biden, Mamata Banerjee, Dr. Sheikh Hasina, Madam Khaleda Zia, Syed Ashraful Islam, Ubaidul Quader, Matia Chowdhury, Mirza Fakhrul, Tareq Zia ..... are frontline politicians.


 🌟 Frontline of educated people ✒ 


 The frontline of educated people is working according to education or doing something new on private initiative.


 🌟 Frontline of uneducated people ✒ 


 Meeting food, clothing, shelter and other basic needs is the frontline of uneducated people.


 🌟 Frontline of the criminal world ✒ 


 If criminals are arrested for crime, they will be punished, knowing that those who commit crime are their frontline.


 Even those killed in the encounter are frontline criminals.


 🌟 Frontline of law enforcement ✒ 


 When crime is high, law enforcement also has to go to the frontline.


 Even those who encounter have to go to the frontline.


 🌟 My (Junayed Ashrafur Rahman) frontline ✒ 


 Writing is my frontline. In addition to formal education, in addition to work, I write on my mobile or diary at work, at leisure, at home or outside.


 🌟 Dear reader, what is your frontline? ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 





🌟 আভিধানিক অর্থ ✒


যুদ্ধক্ষেত্রে সকলের সামনের সারিকে ফ্রন্টলাইন বলা হয়।


আর যিনিরা যুদ্ধক্ষেত্রে সরাসরি সামনের সারিতে অবস্হান করে যুদ্ধ করেন , তিনিদেরকে সম্মুখ সারির যোদ্ধা বলা হয়।


🌟 পারিভাষিক অর্থ ✒


মানুষে যখন সকল কিছুর সমন্বয়ে একটা কাজ করেন , তখন সেটাও ফ্রন্টলাইন।


আবার যখন নির্দিষ্ট একটা কাজ করা ছাড়া অন্য কোন কাজ করার উপায় থাকে না , তখনও সেটা ফ্রন্টলাইন হয়।


🌟 রাজনীতিতে ফ্রন্টলাইন ✒


যখন কোন ব্যক্তি নিজের সকল কিছু রাজনীতি করার জন্য নিয়োজিত করেন , তখন সেটা হয় রাজনীতিতে ফ্রন্টলাইন। আর ঐ রকম ব্যক্তিরা হচ্ছেন ফ্রন্টলাইন রাজনীতিক। 


* আব্রাহাম লিঙ্কন মার্কিন যুক্তরাষ্ট্রের অখণ্ডতা বজায় রাখার জন্যে গৃহযুদ্ধ করেছিলেন। সেটা ছিলো তিনির ফ্রন্টলাইন।


কেননা , গৃহযুদ্ধ ছাড়া আব্রাহাম লিঙ্কনের কোন উপায় ছিলো না। আর সেই গৃহযুদ্ধের জন্য তিনি নিজের সকল যোগ্যতা , অভিজ্ঞতা ও সামর্থ্য নিয়োজিত করেছিলেন।


* তেমনি পৃথিবীর অনেক মানুষ আছেন , যিনিদের জন্য রাজনীতিই হচ্ছে ফ্রন্টলাইন।


মহাত্মা গান্ধি , ব্যারিস্টার জিন্নাহ্ , নেলসন ম্যান্ডেলা ,  বারাক ওবামা , বিল ক্লিনটন , হিলারি ক্লিনটন , স্যার উইনস্টন চার্চিল , ভ্লাদিমির লেনিন , জোসেফ স্ট্যালিন , এডল্ফ হিটলার , মাও সে তুঙ , সর্দার বল্লভ ভাই প্যাটেল , জওহরলাল পণ্ডিত নেহেরু , মাওলানা আবুল কালাম আজাদ , শি জিং পিং , জো বাইডেন , মমতা ব্যানার্জি , ড. শেখ হাসিনা , মেডাম খালেদা জিয়া , সৈয়দ আশরাফুল ইসলাম , উবায়দুল কাদের , মতিয়া চৌধুরী , মির্জা ফখরুল , তারেক জিয়া ..... হলেন ফ্রন্টলাইন পলিটিশিয়ান।


🌟 শিক্ষিত মানুষের ফ্রন্টলাইন ✒


শিক্ষা অনুযায়ী চাকরি করা অথবা ব্যক্তিগত উদ্যোগে নতুন কিছু করা হচ্ছে শিক্ষিত মানুষের ফ্রন্টলাইন।


🌟 অশিক্ষিত মানুষের ফ্রন্টলাইন ✒


অন্ন , বস্ত্র , বাসস্থান ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণ করাই হচ্ছে অশিক্ষিত মানুষের ফ্রন্টলাইন।


🌟 অপরাধ জগতের ফ্রন্টলাইন ✒


অপরাধ করে গ্রেফতার হলে শাস্তি হবেই , সেটা জেনেও যারা অপরাধ করে , সেটা তাদের ফ্রন্টলাইন।


এমনকি যারা এনকাউন্টারে নিহত হয় , ওরাও হচ্ছে ফ্রন্টলাইন অপরাধী।


🌟 আইন বাহিনীর ফ্রন্টলাইন ✒


যখন অপরাধ বেশি বেশি হয় , তখন আইন বাহিনীকেও ফ্রন্টলাইনে যেতে হয়। 


এমনকি , যিনিরা এনকাউন্টার করেন , তিনিদেরকেও ফ্রন্টলাইনে যেতে হয়। 


🌟 আমার (জুনায়েদ আশরাফুর রহমান) ফ্রন্টলাইন ✒ 


লেখালেখি হচ্ছে আমার ফ্রন্টলাইন। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি , চাকরির পাশাপাশি , ব্যস্ততায় , অবসরে , বাড়িতে অথবা বাইরে মোবাইলে অথবা ডায়েরিতে আমি লেখালেখি করি। 


🌟 প্রিয় পাঠক / পাঠিকা , আপনার ফ্রন্টলাইন কোনটা ? ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 




Comments

Popular posts from this blog

670)The feeling of love.(ভালোবাসার অনুভূতি।) – Written by Junayed Ashrafur Rahman

408) IDENTITY OF THE EDUCATION. - Written by Junayed Ashrafur Rahman

386) INFLUENCES OF THE SUFI PHILOSOPHERS. - Written by Junayed Ashrafur Rahman ✒