348) Pleasure and experience. (ভোগ বিলাস ও অভিজ্ঞতা।)- Written by Junayed Ashrafur Rahman

 348 https://parg.co/bPrg ) Pleasure and experience. (ভোগ বিলাস ও অভিজ্ঞতা।)- Written by https://parg.co/bPrW Junayed Ashrafur Rahman 📧 Junayedmn1@gmail.com ✒ 



 "Pleasure is for one's own pleasure - but experience is for knowledge and welfare."


#Philosophy #Humanity #Welfare #Logic #Wisdom 



 🌟 Pleasuring luxury ✒ 


 People do many things for the pleasure and happiness of their minds.


 After doing that fun and happiness, normally it is not used for good deeds and welfare.


 As a result, the luxury of fun is limited to one's own pleasure.


 🌟 Experience ✒ 


 Experience various events that happened in person's life.


 Otherwise, when a person gains experience for human welfare and great work and for various tests and researches, it becomes a matter of acquiring knowledge.


 Other people also benefit from knowing that experience.


 Thus experience is used for human welfare.


 🌟 In fact, pleasure and experience are used by individuals but used for different purposes. ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 



"ভোগ বিলাস নিজের খুশির জন্য - কিন্তু অভিজ্ঞতা জ্ঞান ও কল্যাণের জন্য।"


🌟 ভোগ বিলাস ✒


মানুষ নিজের মনের আনন্দ ও খুশির জন্য অনেক কিছুই করে। 


সেই আনন্দ আর খুশি উপভোগ করার পর ভালো কাজ আর কল্যাণের জন্য তেমন ব্যবহার করা হয় না।


ফলে ভোগ বিলাস নিজের খুশি পর্যন্তই সীমাবদ্ধ থাকে।


🌟 অভিজ্ঞতা ✒


নিজের জীবনে ঘটিত বিভিন্ন ঘটনাও অভিজ্ঞতা। 


তবে , যখন কোন ব্যক্তি মানব কল্যাণ ও মহৎ কাজ এবং বিভিন্ন পরীক্ষা ও গবেষণার জন্য অভিজ্ঞতা অর্জন করে , তখন সেটা জ্ঞান অর্জনের বিষয়ে পরিণত হয়।


সেই অভিজ্ঞতা জানার মাধ্যমে অন্যান্য ব্যক্তিরাও উপকৃত হন।


এভাবেই অভিজ্ঞতা মানব কল্যাণে ব্যবহৃত হয়।


🌟 প্রকৃতপক্ষে , ভোগ বিলাস ও অভিজ্ঞতা ব্যক্তির দ্বারা করা হলেও ভিন্ন উদ্দেশ্য ও কাজে ব্যবহৃত হয়। ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 

Comments

Popular posts from this blog

764)(Video 93) যোগ্যতার সীমাবদ্ধতা।_ by Junayed Ashrafur Rahman

670)The feeling of love.(ভালোবাসার অনুভূতি।) – Written by Junayed Ashrafur Rahman

408) IDENTITY OF THE EDUCATION. - Written by Junayed Ashrafur Rahman