606)The fantasy of education.(শিক্ষার ফ্যান্টাসি।)- Written by Junayed Ashrafur Rahman ✒

May 31, 2022 Tuesday

606 http://ow.ly/3ixr103F7Qs )The fantasy of education.(শিক্ষার ফ্যান্টাসি।) – Written by Junayed Ashrafur Rahman https://mywritingsjunayedmn1.blogspot.com/2019/12/about-me-junayed-ashrafur-rahman.html ✒ 



 "The fantasy of education is the desire to suddenly become rich or great after being educated."

https://notepin.co/shared/pirgzld

🌟 Fantasy after being educated ✒ 


 It is true that when a person is educated, in one way or another it becomes a way of life.


 But when a student, before he is educated, wishes that he would become rich or great overnight, that is, in a short time after receiving education, then it is nothing but an education fantasy.


Because after being educated, it is very difficult to use that education and earn honestly and become rich in a short time. Even in some cases almost impossible.


 It is also true that there are some areas in which there is a chance of suddenly becoming a big man, that is, a rich person. Such as: - Winning lottery, getting prize or winning huge amount of money by winning public competition.


 But there is no need for formal education to be successful in these.


 So it is very difficult to suddenly become a very rich person only through formal education.


🌟 Education is the fantasy of the beginning of life ✒ 


 Again, the fantasy of education is active in some cases even at the beginning of education life.


 For example: - When reading English literature, think of oneself as Shakespeare or Bertrand Russell.


 When reading Bengali literature, think of oneself as Rabindranath Tagore or Bankimchandra Chattopadhyay.


 Studying accounting or management and dreaming of a salary of lakhs of money at the beginning of one's working life.


 Feeling like Machiavelli or Karl Marx while studying political science. Or think of oneself as a future statesman.


Think of oneself as Sir Isaac Newton or Professor Abdus Salam or Professor Abdul Kalam when studying physics. Etc. is the fantasy of the beginning of education life.


 🌟 Warning of education fantasy ✒ 


 At the beginning of education life, everyone may have some or the other dream. But when that dream goes beyond reality, it is not a dream. That becomes a nightmare fantasy. People do not have peace of mind even after being educated because of this fantasy. Even at the end of education, when there is no balance between one's fantasy and reality, any person can become a victim of depression.


 So every student should protect himself from the fantasy of education. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"E

http://ow.ly/QvJm1036lYy

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262 & +8801711374824

📄 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/S5LA103gh0h


⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/BM6O102wF8n 


"শিক্ষিত হওয়ার পর হঠাৎ করে ধনী অথবা বিরাট ব্যক্তিতে পরিণত হওয়ার কামনা হচ্ছে শিক্ষার ফান্টাসি।"


🌟 শিক্ষিত হওয়ার পরের ফ্যান্টাসি ✒ 


এটা সত্য যে, যে কোনো ব্যক্তি শিক্ষিত হলে কোন না কোন ক্ষেত্রে জীবনের একটা সুব্যবস্থা হয়ে যায়।


কিন্তু যখন কোন শিক্ষার্থী শিক্ষিত হওয়ার আগে এটা কামনা করে যে, সে শিক্ষা গ্রহণ করার পর রাতারাতি অর্থাৎ অল্প সময়ের মধ্যেই ধনী অথবা বিরাট ব্যক্তিতে পরিণত হবে, তাহলে সেটা শিক্ষার ফ্যান্টাসি ছাড়া কিছুই না।


কেননা শিক্ষিত হওয়ার পর সেই শিক্ষাকে কাজে লাগিয়ে সৎ ভাবে উপার্জন করে অল্প সময়ের মধ্যে বিরাট ধনীতে পরিণত হওয়া অত্যন্ত কঠিন। এমনকি কিছু কিছু ক্ষেত্রে প্রায় অসম্ভব।


এটাও সত্য যে, কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলোতে হঠাৎ করে বড় লোক হওয়ার অর্থাৎ ধনী ব্যক্তি হওয়ার সুযোগ রয়েছে। যেমন:- লটারিতে বিজয়ী হওয়া, পুরস্কার পাওয়া অথবা পাবলিক কম্পিটিশনে বিজয়ী হয়ে বিরাট অঙ্কের টাকা জিতে নেয়া।


কিন্তু এগুলোতে বিজয়ী হতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো প্রয়োজন নাই।


তাই শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে হঠাৎ করে বিরাট ধনী ব্যক্তিতে পরিণত হওয়া অত্যন্ত কঠিন বিষয়।


🌟 শিক্ষা জীবনের শুরুর ফ্যান্টাসি ✒ 


আবার শিক্ষা জীবনের শুরুতেও শিক্ষার ফ্যান্টাসি কারো কারো ক্ষেত্রে সক্রিয় থাকে।


যেমন:- ইংরেজি সাহিত্যে পড়ার সময় নিজেকে শেক্সপিয়র অথবা বার্ট্রান্ড রাসেলের মতো মনে করা।


বাংলা সাহিত্যে পড়ার সময় নিজেকে রবীন্দ্রনাথ ঠাকুর অথবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মনে করা।


একাউন্টিং অথবা ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করে চাকরি জীবনের শুরুতেই লাখ লাখ টাকা বেতনের স্বপ্ন দেখা।


রাষ্ট্রবিজ্ঞানে পড়ার সময় নিজেকে মেকিয়াভেলি অথবা কার্ল মার্কসের মতো মনে করা। অথবা নিজেকে ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক মনে করা।


পদার্থবিজ্ঞানে পড়ার সময় নিজেকে স্যার আইজ্যাক নিউটন অথবা প্রফেসার আব্দুস সালাম অথবা প্রফেসার আব্দুল কালামের মতো মনে করা। প্রভৃতি হচ্ছে শিক্ষা জীবনের শুরুর দিকের ফ্যান্টাসি।


🌟 শিক্ষার ফ্যান্টাসির সর্তকতা ✒ 


শিক্ষা জীবনের শুরুতে প্রত্যেকের কোনো না কোনো স্বপ্ন থাকতেই পারে। তবে সেই স্বপ্নটা যখন বাস্তবতার বাইরে চলে যায় তখন সেটা স্বপ্ন থাকে না। সেটা হয়ে যায় দুঃস্বপ্নময় ফ্যান্টাসি। এই ফ্যান্টাসির কারণে শিক্ষিত হওয়ার পরও মানুষের মনে কোন প্রশান্তি থাকেনা। এমনকি শিক্ষা অর্জনের শেষে যখন নিজের ফ্যান্টাসি আর বাস্তবতার কোন ভারসাম্য থাকেনা তখন যে কোন ব্যক্তি ডিপ্রেশনের শিকার হতে পারেন।এমনকি বাস্তবের আচার আচরণেও হতে পারে অনেক ধরনের ভারসাম্যহীনতা।


তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত শিক্ষার ফ্যান্টাসি থেকে নিজেকে কিছুটা হলেও সুরক্ষিত করে রাখা।©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"E

http://ow.ly/QvJm1036lYy

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262 & +8801711374824

📄 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/S5LA103gh0h


⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/BM6O102wF8n 

Comments

Popular posts from this blog

670)The feeling of love.(ভালোবাসার অনুভূতি।) – Written by Junayed Ashrafur Rahman

408) IDENTITY OF THE EDUCATION. - Written by Junayed Ashrafur Rahman

386) INFLUENCES OF THE SUFI PHILOSOPHERS. - Written by Junayed Ashrafur Rahman ✒