640)To do good and to do please.(ভালো করা ও খুশি করা।) – Written by Junayed Ashrafur Rahman ✒

 640 https://parg.co/U0C8 )To do good and to do please.(ভালো করা ও খুশি করা।) – Written by Junayed Ashrafur Rahman https://mywritingsjunayedmn1.blogspot.com/2019/12/about-me-junayed-ashrafur-rahman.html ✒ #Philosophy #Humansociety #Psychology #Humanity #Wisdom 



 “It is easier to please people than to do them good.” https://notepin.co/shared/aalitkh


 Doing good and pleasing people seem to be the same thing, but they are two different things.


 It is not the case that people will be happy only by doing good to people. Again, there is no guarantee that people will be happy if they are happy.


 While doing good to someone, the one who is doing good has to listen to that abuse or become his enemy. It also happens that if you make someone happy, later that happiness becomes a harmful thing in his life.


 🌟 To be bad while doing good ✒ 


 Suppose a person is asked to do their duty without doing unnecessary work. That person may be unhappy. And may also feel that he is being given orders. Because of this, he may become angry with the person concerned. In this case, I wanted to do better, but it turned into a matter of anger. That is, the matter has become worse. There are many more such things.


 🌟 To please, to spoil ✒ 


It is more likely that he/she will be happy if someone hands over an illegal weapon. Because 99 percent of people in this world are happy if illegal weapons are handed over.


But the result of making people happy by providing these weapons is not good. Because carrying illegal weapons is prohibited in almost every country.


In this case, people can be made happy, but they have not been made good. 


 In other words, while making people happy, they were worsened.


There are many such things, by which people can be made happy, but it is not possible to make people good.


✨ But there are some things through which people are good and people are happy. For example: - Eating full stomach.


 🌟 So, dear reader, it is your personal matter whether you want to make people happy or do good to people. ©️ All Right Reserved by Junayed Ashrafur Rahman


24°33'58.6"N 90°41'30.4"E


 My home Location ✒ https://urlz.fr/j12V, But I don't live here. Rented out to other people.


Nandail Municipality, Mymensingh, Bangladesh.


Junayedmn1@gmail.com


+8801611112262

⌨️📱 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SubjectsOfJunayedWritings 


⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SerialOfJunayedWritings 


“মানুষের ভালো করার চেয়ে মানুষকে খুশি করা বেশি সহজ।”


মানুষের ভালো করা ও খুশি করা এক রকম মনে হলেও দুটো আলাদা বিষয়।


 মানুষের ভালো করলেই যে মানুষ খুশি হবে এ রকম কিন্তু হয় না।


 আবার মানুষকে খুশি করলে মানুষের যে ভালো হবেই, এটারও কোন নিশ্চয়তা নাই।


কারো ভালো করতে গিয়ে যার ভালো করা হয়, ওর ওই গালিগালাজ শুনতে হয় অথবা ওর শত্রুতে পরিণত হতে হয়।


আবার এ রকমও হয় যে, কেউকে খুশি করলে পরবর্তীতে সেই খুশিই ওর জীবনের ক্ষতিকর বিষয়ে পরিণত হয়।


🌟 ভালো করতে গিয়ে খারাপ হওয়া ✒ 


ধরা যাক, কোন ব্যক্তিকে অপ্রয়োজনীয় কাজ না করে নিজের কর্তব্য করার জন্য বলা হলো। তাতে সে লোক অসন্তুষ্ট হতে পারে। এবং এটাও মনে করতে পারে যে, তাকে আদেশ উপদেশ দেয়া হচ্ছে। এই কারণে সে রেগে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে রাগারাগিও করতে পারে।


এ ক্ষেত্রে ভালো করতে চাওয়া হলো, কিন্তু সেটা রাগারাগির বিষয়ে পরিণত হলো। অর্থাৎ বিষয়টা খারাপ হলো। এরকম বিষয় আরো অনেক রয়েছে।


🌟 খুশি করতে গিয়ে খারাপ করা ✒ 


আবার কারো হাতে অবৈধ অস্ত্র তুলে দিলে সে খুশি হওয়ার সম্ভাবনাই বেশি। কেননা এই জগতে হাতে অবৈধ অস্ত্র তুলে দিলে শতকরা ৯৯ জন মানুষই খুশি হয়। কিন্তু এ অস্ত্র প্রদান করে মানুষকে খুশি করার রেজাল্ট কিন্তু ভালো হয় না। কেননা অবৈধ অস্ত্র বহন করা প্রায় প্রত্যেক দেশেই নিষিদ্ধ। এ ক্ষেত্রে মানুষকে খুশি করা গেলেও তার ভালো করা হয়নি। অর্থাৎ খুশি করতে গিয়ে খারাপ করা হলো।


এ রকম অনেক বিষয় আছে, যেগুলো দিয়ে মানুষকে খুশি করা গেলেও মানুষের ভালো করা সম্ভব হয় না।


✨ তবে কিছু বিষয় আছে যেগুলোর মাধ্যমে মানুষের ভালোও হয় এবং মানুষ খুশিও হয়। যেমন :- পেট ভরে খাওয়ানো।


🌟 তাই প্রিয় পাঠক পাঠিকা, এটা আপনার একান্তই নিজের ব্যক্তিগত বিষয় যে, আপনি মানুষকে খুশি করবেন, নাকি মানুষের ভালো করবেন।©️All Right Reserved by Junayed Ashrafur Rahman


24°33'58.6"N 90°41'30.4"E


 My home Location ✒ https://urlz.fr/j12V But I don't live here. Rented out to other people.


Nandail Municipality, Mymensingh, Bangladesh.


Junayedmn1@gmail.com


+8801611112262

⌨️📱 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SubjectsOfJunayedWritings 


⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SerialOfJunayedWritings

Comments

Popular posts from this blog

764)(Video 93) যোগ্যতার সীমাবদ্ধতা।_ by Junayed Ashrafur Rahman

670)The feeling of love.(ভালোবাসার অনুভূতি।) – Written by Junayed Ashrafur Rahman

408) IDENTITY OF THE EDUCATION. - Written by Junayed Ashrafur Rahman